Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

২০০৯-২০২৩ 

সমৃদ্ধ আগামীর পথেঃ সংযুক্তির মহাসড়ক বিনির্মাণে বিটিসিএল।


বিগত ১৪ বছরে বিটিসিএল এর উল্লেখযোগ্য অর্জন সমূহ:


- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রথম সরকারী ইন্টারনেট টেলিফোন 'আলাপ' চালু করা হয়েছে যার গ্রাহকসংখ্যা ১২ লক্ষ ৫৭ হাজারে দাঁড়িয়েছে।

- মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও অন্যান্য সকল জনগুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে প্রয়োজনীয় নেটওয়ার্ক সেবা প্রদান।

- দেশের ৬৪ টি জেলায় ১২১৬ টি ইউনিয়নে ৪৭২টি উপজেলায় বিটিসিএল এর রয়েছে ৩৮,০০০ কি.মি. ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক।

- ১২১৬ টি ইউনিয়নে ডিজিটাল সেন্টারে ই-নাগরিক সেবা প্রদানের জন্য বিনা মাশুলে ৫ এমবিপিএস ইন্টারনেট সেবা প্রদান।

- ৪৩৮টি উপজেলা নির্বাচন কমিশন অফিসে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি।

- বাংলাদেশ ব্যাংকের ১১ টি কার্যালয়ের মধ্যে সংযুক্তি।

- ১৫৪টি ই-পাসপোর্ট ও অন্যান্য পাসপোর্ট অফিসে ফাইবার ও ইন্টারনেট সংযুক্তি।

- দেশের সকল মোবাইল অপারেটরকে ১৪,০০০ কি.মি. এর অধিক অপটিক্যাল ফাইবার লিজ প্রদান।

- সারাদেশে ৫৯১ টি সরকারী কলেজ/বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট সুবিধায় ওয়াই-ফাই জোন স্থাপন।

- ১৯০টি কমিউনিটি ভিশন সেন্টারে অপটিক্যাল ফাইবারভিত্তিক সংযোগ।

- ৩০,৩৫১ টি .bd ও.বাংলা ডোমেইন বরাদ্দ ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা।

- বিটিসিএল এর সকল সেবা আনলাইন ভিত্তিক করার জন্য মোবাইল আ্যপ টেলিসেবা ও ওয়েব পোর্টাল মাই বিটিসিএল চালু।

- ২৪/৭ কল সেন্টার ১৬৪০২ চালু।

- টেলিমেডিসিন ও ই-হেলথ সেবা পৌঁছে দিতে দেশের ৩৫৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় কানেকটিভিটি ও ব্যান্ডউইথ প্রদান।

- বেজা সমূহে টেলিকম সার্ভিস ও নেটওয়ার্ক গড়ে তোলা।

- বাংলাদেশ পুলিশ, পরিসংখ্যান ব্যুরোকে ফোর টায়ার ডাটা সেন্টার এ সংযুক্ত করন।

- এনভিআর, সিডিভিএলকে ১০জিবিপিএস ট্রান্সমিশন ডাটা প্রদান।

- মোবাইল অপারেটরদের আইআআইজি ব্যান্ডউইথ প্রদান।

- এনটিটিএন ভিপিএন সেবা প্রদান।

- বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ডাটা ও ভয়েস নেটওয়ার্ক প্রদান।

- বিসিসি এর জন্য থ্রি টায়ার হতে ফোর টায়ার ডাটা সেন্টার এর সংযোগের জন্য ডিডব্লিউডিএম ট্রান্সমিশন নেটওয়ার্ক গড়ে তোলা ও সার্ভিস প্রদান।

- বাংলাদেশ পুলিশ এর জন্য ঢাকা-চট্টগ্রামের হাইওয়েতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় অপটিক্যাল ফাইবার ও ডাটা সংযোগ প্রদান।

- বিটিসিএল ও পিজিসিবি এর ফাইবারের সমন্বয়ে সারাদেশে মাল্টিপল ১০০জি এনটিটিএন ট্রান্সমিশন নেটওয়ার্ক চালনা।

- প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামে ফ্রি ওয়াই-ফাই জোন চালু।

উন্নয়নের এই ধারাবাহিকতায় মাগুরা জেলায়  ৫ টি টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে। কপার ক্যাবল সংযোগ রয়েছে প্রায় ২৫0 কিঃমিঃ ব্যাপী। যার মাধ্যমে প্রায় ১২০০০ টি সংযোগ প্রদান করা সম্ভব। বর্তমানে সংযোগ রয়েছে প্রায় ৭৪০ টি। ADSL এর সক্ষমতা রয়েছে 384 টি বর্তমানে সংযোগ রয়েছে 220 টি। লিজড লাইন সংযোগ রয়েছে ১২ টি। ৩ টি উপজেলা গঠিত মাগুরা জেলার সবকটি উপজেলা অপটিক্যাল ফাইবার দ্বারা সম্পৃক্ত। এছাড়াও ১৩ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ প্রদান করা হয়েছে। জেলায় স্থাপিত মোট ফাইবারে দৈর্ঘ্য প্রায় ৫০০ কিঃমিঃ। রুপকল্প ২০২১, এসডিজি ২০৩০ এবং রুপকল্প ২০৪১ অর্জনে বিটিসিএল মাগুরা জেলায় নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করেছে। এর মধ্যে রয়েছ POP সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ, IP নেটওয়ার্ক চালু, GPON চালু করা ইত্যাদি।